মুরাদুল ইসলাম » কবিতা » করজোরে অনুরোধ

করজোরে অনুরোধ

আপনি খুব বড়লোক। তাই আপনাকে আমার বড় আপন মনে হয়। শুনেছি কোন এক সূত্রধরে আপনি আমার চাচা লাগেন। চাচা না হলে মামা নিশ্চয়ই। তা না হলে নিশ্চিত ভাই হবেনই। আপনাকে আমার বড় ভালো লাগে। কী ভালো ভালো জামা কাপড় পড়েন। শুভ্র সফেদ। আর ইন্সপিরেশনাল কথাবার্তা বলেন। আপনি না হলে কবেই যে ডিপ্রেশনে মরে ভুত হয়ে যেতাম। ভাগ্যিস আপনি জন্মেছিলেন। তাই এখনো মোটিভেটেড আছি, বেঁচে আছি। আপনি দয়া করে একবার আসবেন আমাদের এখানে? আমাদের বাড়িতে? গুরুত্বপূর্ণ কাজে শুনেছি ওপথে যাবেন এ মাসে। ফেরার সময় একবারের জন্য কী আমাদের বাড়িতে পদধূলি দিয়ে যাবেন? ধন্য হয়ে যেতাম। আমাদের ক্ষুদ্র জীব। নগন্য বলা যায়। আপনার মত লোকের আগমনে স্বার্থক হয়ে উঠবে। কোন না কোনভাবে তো আপনি আমার চাচা, মামা কিংবা ভাই। তাহলে আসুন না একবার। একটিবার।

 

৭/২৮/২০১৫

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

×
গুরুত্বপূর্ণ
Scroll to Top
বই মডেলিং