মুরাদুল ইসলাম » সাক্ষাৎকার » মার্ক হ্যাডনের সাক্ষাৎকারঃ “দ্য গার্ল উইথ ড্রাগন ট্যাটো হলো টর্চার পর্নো”

মার্ক হ্যাডনের সাক্ষাৎকারঃ “দ্য গার্ল উইথ ড্রাগন ট্যাটো হলো টর্চার পর্নো”

মার্ক হ্যাডনের এই সাক্ষাৎকারটি প্রকাশ হয় টাইমস লিটারারী সাপ্লেমেন্টে। টিএলএস লেখক, চিন্তকদের বিশটি প্রশ্ন করে, এবং এর উত্তর প্রদানের মাধ্যমে লেখক, চিন্তকেরা নিজেদের কিছু কথা পাঠকদের সামনে আনেন।

মার্ক হ্যাডনের এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয় জুলাই ৩১, ২০১৭ সালে। তার বই কিউরিয়াস ইনসিডেন্ট অব দ্য ডগ ইন দ্য নাইট টাইম, এ স্পট অফ ব্রাদার, এবং সম্প্রতি প্রকাশিত গল্প সংকলন দ্য পায়ার ফলস।

 

প্রশ্ন ও উত্তরসমূহঃ

 

অন্যের লেখা এমন কোন বই আছে কি যা আপনি লিখতে চাইতেন?

ব্লিক হাউজ প্রথমে থাকবে সে তালিকায়।

২৫ বছর পরে আপনার কাজের ক্ষেত্রটি কেমন পরিবর্তীত হবে বলে মনে করেন?

তেমন পরিবর্তন হবে না। উপন্যাস এমন একটি জিনিস যা খুবই সহজ, অসাধারণ এবং সুপরিসর বা প্রশস্ত ক্ষেত্র। চলচ্চিত্র, এনিমেশন, কম্পিউটার গেইম, গ্রাফিকস নভেল ইত্যাদির খুব বড়সড়ো পরিবর্তন হবে, কিন্তু উপন্যাসের নয়। পরবর্তীত সময় ও সংস্কৃতির সাথে উপন্যাস নিজেকে মানিয়ে নিতে পারে। রবিনসন ক্রুসো কিন্তু লেখা হয়েছিল ১৭১৯ সালে। প্রায় ৩০০ বছর আগে, উপন্যাসের মৌলিক তৈরী প্রক্রিয়া একই আছে।

মার্ক হ্যাডন

আপনার সমসাময়িকদের মধ্যে কাদের লেখা আগামী ১০০ বছর পরেও পড়া হবে বলে মনে করেন?

সমসামায়িক বলতে যদি আমাকে একটু পিছনে যেতে দেন, একেবারে শেষপর্যন্ত সামসাময়িক হিসাবের, তাহলে আমি বলব টনি মরিসন এবং ডেরেক ওয়ালকটের কথা।

কোন লেখকের বই আপনি মনে করেন আন্ডাররেইটেড এবং তা কেন?

ভস, প্যাট্রিক হোয়াইটের লেখা। আমি আর কোন উপন্যাসে এমন দেখিনি যেভাবে এই উপন্যাসে লেখক সাবলীলভাবে চরম সব জিনিস প্রদক্ষিণ করেছেন। যেমন উপনিবেশীয় জীবনে পেটি বুর্জোয়াদের অবরোধ আতঙ্ক থেকে অষ্ট্রেলিয়ান মরুভূমিতে চরম ভিশনারী চিন্তা।

কোন লেখক বা বই আপনি মনে করেন অভাররেইটেড এবং কেন?

দ্য গার্ল উইথ ড্রাগন ট্যাটো। এটি হলো টর্চার পর্নো।

আপনি যদি অন্য কোথাও, অন্য কোন সময়ে লেখক হতে পারতেন তাহলে সেটি কোন সময় ও স্থান হতো?

এখানে, বর্তমানেই খুব ভালো আছি।

আপনার আগে লেখা কিছু আপনি যদি পরিবর্তন করতে পারতেন তাহলে সেটি কী হতো?

আমি কিউসিয়াস ইনসিডেন্টের পাবলিসিটি ডিপার্টমেন্টকে বলতাম তারা যেন বইয়ের হার্ডব্যাক ফ্লাই লীফে “এসপারগার সিন্ড্রোম” শব্দ ব্যবহার না করে।

আপনার সবচাইতে অপছন্দের ফিকশনার চরিত্র কোনটি?

প্যাট্রিক ব্যাটম্যান। এটি ক্যাপিটালিজমের হিংস্র-স্যাটায়ারিকাল সমালোচনা, এই জাতীয় কথা আমি কখনোই গ্রহণ করি নি।

কোন খুবই বিখ্যাত বই আপনি পড়েন নি/ নাটক দেখেন নি/ এলবাম শুনেন নি ফিল্ম দেখেন নি?

ট্রলোপ (সবক’টাই)/ ডেথ অফ এ সেলসম্যান/ হর্সেস, প্যাটি স্মিথের/ ট্যাক্সি ড্রাইভার।

আপনার কোন গুপ্ত প্রতিভা আছে?

কয়েক শিট মাউন্টবোর্ড, পিভিএর এক বোতল, এক প্যাক সোয়ান এবং মর্টন স্কালপেল দিয়ে আমি প্রায় যেকোন কিছু বানাতে পারি।

জর্জ ওরওয়েল অথবা টি এস এলিয়ট?

টি এস এলিয়ট।

মর্ডানিজম অথবা পোস্ট মর্ডানিজম?

মর্ডানিজম।

জ্যান অস্টিন বা শ্যারোলেট ব্রনে?

জ্যান অস্টিন।

ক্যামুস না সাত্রে?

ক্যামুস।

প্রাউস্ত না জয়েস?

অল্প ব্যবধানে, প্রাউস্ত।

নাউসগ্রাড না ফেরান্তে?

সমান সমান।

জ্যাক দেরিদা না জুডিথ বাটলার?

জুডিথ বাটলার।

হ্যামলেট না মিডসামার নাইটস ড্রিম?

স্বভাবতই হ্যামলেট।

ব্রাম স্টোকার না ম্যারি শেলী?

ম্যারি শেলী।

ট্রেসি ইমিন না জেফ কুনস?

জেরহার্ড রিখটার।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

×
গুরুত্বপূর্ণ
Scroll to Top
বই মডেলিং