মোটিভেশনঃ কী আমাদের মোটিভেট করে?

সাধারণত মোটিভেশন বলতে বুঝায় কোন কাজের বিনিময়ে কোন পুরস্কার বা সুফল পাওয়া যাবে এমনভাবে কাউকে বুঝিয়ে কাজটি করানো বা করতে উৎসাহ দেয়া। মেরিয়েম ওয়েবস্টার অনলাইন অভিধান মতে মোটিভেশনের অর্থ হলো কাউকে কোন কাজ করার যুক্তি দেয়া বা তাকে কারণ দেখানো কেন কাজটি তার করা দরকার। আরিয়ালির মতে এই মোটিভেশন এক গহীন অরণ্য, যাকে সহজে বুঝা সম্ভব নয়।