বোঝেনা সে বোঝেনা সিনেমা বিষয়ে যা বুঝলাম

bojhena shey bojhena

বোঝেনা সে বোঝেনা (২০১২) নামক ভারতীয় বাংলা সিনেমা ব্যাপক জনপ্রিয় হইছিল এই বাংলাতেও। সেখানে যে গানটা আছে তা শখ করে বেরসিক বাসেরাও রাস্তায় আইতে যাইতে বাজিয়েছে শুনেছি। আমি দেখেছিলাম অনেক আগে এবং খুব মনযোগ দিয়ে দেখিনি, ফলে কাহিনী তেমন আর মনে নাই। কিন্তু সিনেমা নিয়া কথা বলতে যাইয়া মনে হইল এই সিনেমা দুয়েকটা কথা দাবী করতে পারে।

এই সিনেমায় বাস এক্সিডেন্টটা কেন হইল এই জিনিসটা নিয়া আমি ভাবলাম। আপনারা হয়ত বলবেন গল্পের খাতিরে। কিন্তু আমি এই খাতির এড়াইলাম। আমার মনে হয় এই বাস দূর্ঘটনা ছাড়া আর কোন গতি ছিল না। এটাই ছিল একমাত্র গন্তব্য এই সিনেমার।

কারণ, সিনেমার মূল লাভ স্টোরি ছিল পুলিশের মাইয়ার লগে এক ছোটলোকের। ছোটলোক বলতে সমাজের ধারণায় ছোটলোক, যাদের সমাজ ফকিন্নি বলে গণ্য করেন। এইরকম এক ফকিন্নির পোলা প্রেমে পড়ে মধ্যবিত্ত ঘরের এক মাইয়ার। আপনারা তাদের প্রেমের শুরু থেকে দেখবেন নায়িকা কেমন ডমিনেন্ট ছিল। নায়ক ফকিন্নির পোলারে ইচ্ছামত অপমানও কইরা গেছে সে। প্রথম স্বাক্ষাতেই বেতনের কথা জিগাইছে। একটা বড়লোকের পোলা হইলে তা সে করতে পারত না। আরো নানা ধরনের অপমান নায়িকা করছেন। কিন্তু নায়ক তা গায়ে মাখেন নাই। কারণ ফকিন্নির পোলা হইয়া মধ্যবিত্ত ঘরের মাইয়ার লগে প্রেম করতে পারা তার কাছে বড় কিছু। এই অপমান তাই তার গায়ে লাগে নাই। দর্শকদেরও লাগে নাই দৃষ্টিকটূ, বরং তা হইয়া গেছে মিষ্টি প্রেমের গল্প।

এই সিনেমায় নায়িকার ডমিন্যান্স আইকোনিক হইয়া থাকবে মধ্যবিত্তের কাছে। এখানে হিসাব এমন, মধ্যবিত্ত ঘরের মাইয়া ফকিন্নির পোলারে শাসন করতে করতে মানুষ করতেছে। তার যোগ্য কইরা গইড়া তুলতেছে প্যান্ট শার্ট কিইন্যা দিয়া। সে ইস্মার্ট বানাইতেছে ফকিন্নির পোলারে। কেমন একটা কলোনিয়ালিস্ট গন্ধ পাই। কলোনিয়ালিস্টরাও তো এইরকম ফকিন্নির পোলা মনে কইরা এই অঞ্চলের লোকদের মানুষ করতে চাইছিল, তাদের মত কইরা। তবে এই ফিল্মে নায়িকার যে ‘লাভ’ ছিল তা কলোনিয়ালিস্টদের হয়ত ছিল না। তবে তাদের সিস্টেমের মধ্যকার সবার যে ছিল না তা বলা যায় না। কারো কারো ছিল হয়ত।

সিনেমার এক পর্যায়ে নায়ক নায়িকার যখন প্রেম হইয়া গেল আসলেই, তখন তো গল্প শেষ। কিন্তু এইভাবে কি শেষ হইতে পারে? ফকিন্নি আর মিডলক্লাসের মিলন কি হইতে পারে?

পারে না সমাজের মতে। ফলে বাস এক্সিডেন্ট আইল। এবং তা সমাজের গন্ডির ভিতরে থাইকাই একটা সুইট লাভ স্টোরি বানাইয়া দিল ফিল্মটারে। সত্যিকার ট্র্যাজেডি হইত যদি ফকিন্নি নায়ক মিডলক্লাস সুন্দরী নায়িকারে বিয়া কইরা ফালাইত। তাইলে এই মুভি অত জনপ্রিয়তা পাইতও না।

৯ জুন, ২০১৬