গোপাল ভাঁড় কার্টুনে ভিলেন কে?

 

গোপাল ভাঁড় কার্টুনে সাদা চোখে ভিলেন মন্ত্রী। নায়ক গোপাল।

কিন্তু, আসলে তা নয়।

মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে বার বার মন্ত্রীর কূটচাল, খারাপতা ও কুমতলব প্রকাশিত হয়। গোপাল হাতে নাতে ধরিয়ে দেয়। তাও কৃষ্ণচন্দ্র মন্ত্রীকে মন্ত্রীত্বে রাখেন। সরান না। রাজা কেন এটি করেন?

কার্টুনের ফ্লো এর জন্য, কাহিনী আগানোর জন্য – এগুলি প্র‍্যাক্টিক্যাল কথাবার্তা। আমি ফিকশনের রিয়ালিটি নিয়ে বলছি ও ডিকনস্ট্রাকশন করছি। কারণ এর মাধ্যমে বাস্তবের এক প্রকার অথরিটির চরিত্র বুঝা যায় বলে আমার ধারণা।

রাজা কৃষ্ণচন্দ্রই এই কার্টুনে ভিলেন।

এই কারণে মন্ত্রীর দোষ প্রকাশিত হলেও তিনি তাকে মৃদু শাস্তি দিয়ে ছেড়ে দেন। তাকে মন্ত্রীর অবস্থানেই রাখেন। গোপালকে ভাঁড়ের পজিশনে।

এটি এক ধরনের অথরিটির সাথে আমাদের পরিচয় করায়।

কৃষ্ণচন্দ্রের দোষ আপনি দেখতে পাবেন না। উনি গোপাল ও মন্ত্রী দুজনকেই রাখেন। বাইরে থেকে দেখলে উনি সহজ ও সরল।

অতি চালাক অথরিটি এমন। এক কাঁধে শয়তান ও এক কাঁধে ফেরেশতা রাখে। যাতে আপনি কখনো বুঝতে না পারেন তার প্রকৃত রূপ।

ধারণা করি, আমরা টিভিতে যেসব পর্ব দেখি, এর বাইরেও ঘটনা আছে। সেখানে রাজা ও মন্ত্রীর গভীর সম্পর্ক বিদ্যমান। রাজা নিজের হাত ময়লা না করে মন্ত্রীকে দিয়ে অনেক খারাপ কাজ করান।

গোপালকে রাজার ভাল লাগে। গোপালের বুদ্ধি ব্যবহার করে তিনি অনেক সুবিধা পান। কিন্তু গোপালকে পুরো বিশ্বাস তিনি করতে পারেন না। কারণ গোপাল ভালো লোক, বুদ্ধিমান। এইজন্য গোপালকে ভাঁড়ের পজিশনেই রেখে দেন মহারাজ।

বাস্তব জীবনে আপনি এমন অথরিটি পাবেন।

এখন আরো প্রশ্ন আসতে পারে, মন্ত্রী মাঝে মাঝে রাজার বিরুদ্ধেই ষড়যন্ত্র করেন। তাদের মধ্যে গভীর সম্পর্ক থাকলে এটা কেন হবে? এবং এর পরেও রাজা কেন মন্ত্রীকে ক্ষমতায় রাখবেন?

এই প্রশ্নের উত্তর হলো, গভীর সম্পর্ক থাকলেও একধরণের হেঁয়ালিমূলক দূরত্বও রয়েছে রাজা এবং মন্ত্রীর সম্পর্কে। মন্ত্রী তার চরিত্রের ধূর্ত স্বভাবের জন্য, এবং নিজের অভিজ্ঞতায় রাজার গোপন রূপ যেমন দেখেছেন তা বিবেচনা করে, রাজাকে বিশ্বাস করতে পারেন না। তার মধ্যে সব সময় একটা নিরাপত্তাহীনতা কাজ করে। তাই তিনি ষড়যন্ত্র করতে যান নিজের লাভের জন্য।

অন্যদিকে রাজা কৃষ্ণচন্দ্র মন্ত্রীর ক্ষমতা সম্পর্কে জানেন। তিনি জানেন মন্ত্রীর অত বুদ্ধিক্ষমতা নেই তার ক্ষতি করার। এছাড়াও তার সভায় গোপাল রয়েছে। গোপালই মন্ত্রীর কূটচাল ধরে দিতে সাহায্য করবে। তিনিই গোপালকে মন্ত্রীর বিরুদ্ধে লাগিয়ে রেখেছেন।

অর্থাৎ, রাজা মন্ত্রীকে ব্যবহার করেন। গোপালকেও ব্যবহার করেন।

কখনো কখনো হয়ত তার এই অতি চালাকিতে নিজে নিজেই মুগ্ধ হয়ে হাসেন তিনি।

অনেক কোম্পানিতে এমন অথরিটি পেতে পারেন আপনি। আপনি সেখানে কাজ করতে গেলে অথরিটি আপনাকে গোপাল বা মন্ত্রী যাই বানাতে চাক না কেন, সাবধান!