- Version 01
- Download 798
- File Size 14.90 MB
- File Count 1
- Create Date এপ্রিল 12, 2018
- Last Updated এপ্রিল 12, 2018
রানপো’র রহস্যগল্প
এদোগাওয়া রানপো কে?
জাপানি গোয়েন্দা গল্পের জগতে সবচেয়ে বেশী অবদান যিনি রেখে গেছেন তিনি হলেন এদোগাওয়া রানপো (১৮৯৪-১৯৬৫)। এটা অবশ্য তার ছদ্মনাম। মূল নাম হিরাই তারো। হিরাই তারো ছদ্মনাম নিয়েছিলেন তার প্রিয় লেখক এডগার এলান পো এর সাথে মিলিয়ে। এদোগাওয়া রানপো কয়েকবার একসাথে উচ্চারণ করলেই এডগার এলান পো এর উচ্চারনের সাথে মিলটা বুঝা যাবে।
প্রায় দেড়শো ছোটগল্প এবং উপন্যাস লিখেছেন তিনি। এছাড়াও লিখেছেন হরর, গোয়েন্দা গল্প এবং আধুনিক জাপানি সাহিত্যে তাদের অবস্থান নিয়ে নানা প্রবন্ধ। পশ্চিমা রহস্য সাহিত্যের অনুবাদ নির্ভর অবহেলিত পপুলার ফিকশনের অবস্থান থেকে গোয়েন্দা-রহস্য গল্পকে জাপানি সাহিত্যের মূলধারার এক সমৃদ্ধ এবং স্বতন্ত্র জাতীয় ঐতিহ্যের পর্যায়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করেন এদোগাওয়া রানপো।
ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি স্নাতক ডিগ্রী নিয়ে বের হন তিনি ১৯১৬ সালে। বের হয়ে বিভিন্ন ছোটখাট কাজ করতে শুরু করেন। কাজ করেছেন পত্রিকাতে রিপোর্টার হিসেবে, পুরনো বইয়ের দোকানে, রাস্তায় নুডলস বিক্রেতা হিসেবে, ইত্যাদি। ১৯২৩ পর্যন্ত এমনই চলে। ১৯২৩ সালে তার লেখা গল্প, যার ইংরাজি নাম দি টু-সেন কপার কয়েন প্রকাশিত হয় শিন সেইনেন পত্রিকায়। এটিই তার প্রথম প্রকাশিত গল্প। এ পত্রিকায় এর আগে কোন জাপানি লেখকের রহস্য গল্প প্রকাশিত হয় নি। তারা এডগার এলান পো, জি কে চ্যাস্টারটন, আর্থার কোনান ডয়েল ইত্যাদি পশ্চিমা লেখকের জাপানি অনুবাদ প্রকাশ করত। রানপো এরপর থেকে ১৯৬৫ সালে মৃত্যুর আগ পর্যন্ত লিখেই গেছেন।