স্যাক্রিফাইসের লজিক 

স্যাক্রিফাইস শব্দের নানা অর্থ হয়। কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজরে স্যাক্রিফাইস বলা হয়। বাট স্যাক্রিফাইসের ডমিনেন্ট অর্থ হইল নিঃস্বার্থভাবে আমি আপনার বা আপনাদিগের জন্য কিছু করলাম। এই অর্থে, স্যাক্রিফাইস বা উৎসর্গ বলতে পিওরলি ওই জিনিশই বুঝি, যা নিজ ইচ্ছায় করা হয়, এবং এতে কোন স্বার্থ থাকে না। 

অভিধানে অর্থ – দেবতাকে উৎসর্গ; স্বার্থত্যাগ। স্বার্থ ত্যাগ করা। 

প্রাচীনকালে যে দেবতাদের সামনে পশু ব মনুষ্য স্যাক্রিফাইস করা হইত, এটা কি আসলেই এই স্যাক্রিফাইস ছিল, যে অর্থে আমরা এখন বুঝি, অর্থাৎ স্বার্থ ত্যাগ করা? 

ওই সময়ে দেবতাদের ভয়ে লোকে তাদের উদ্দেশ্যে মানুষ বা পশু জবাই দিত। বা ফসল ভালো হইলে দেবতাদের ঘুষ দিতে এটা করত, যাতে আগামী বছরও দেবতারা ভালো ফসল দেন। 

অর্থাৎ, এই স্যাক্রিফাইসের মূলে ছিল ভয়, ফলে আমরা যে অর্থে নিঃস্বার্থ স্যাক্রিফাইস বুঝি, এটা তেমন ছিল না। 

ধরা যাক আমি আপনার বিপদে ১০ হাজার টাকা আপনারে দিলাম, একেবারে দান, কোন স্বার্থ শর্ত ছাড়াই। অর্থাৎ স্যাক্রিফাইস করলাম আমার ১০ হাজার টাকা। ১০ হাজার টাকা বলতে এই টাকা দিয়া আমি যে সুখ কিনতে পারতাম, এইগুলা আমি আপনার জন্য স্যাক্রিফাইস করলাম। 

এবং এর কয়েক বছর পরে আপনি বড় ব্যবসায়ী হইলেন। আপনার ও আমার এক ব্যবসায়িক চুক্তি হবে। সেই নেগোসিয়েশনে সুবিধা নিতে আমি আপনারে বললাম, আমারে কম দামে দেন, কারণ একসময় আপনারে আমি ১০ হাজার টাকা দিয়া সাহায্য করছিলাম। 

এই অবস্থায়, আগে যে আমি ১০ হাজার টাকা দিছিলাম, ওইটা কি স্বার্থহীন দান হয়? হয় না। কারণ আমি ওই কাজরে আমার স্বার্থে ইউজ করতেছি। 

সাকিব আল হাসানের স্যাক্রিফাইস

স্যাক্রিফাইস ততক্ষণই স্যাক্রিফাইস হয়, যতক্ষণ সেটা স্যাক্রিফাইস থাকে। যখনই বলা হবে আমি স্যাক্রিফাইস করেছি তখনই এটা আর স্যাক্রিফাইস থাকে না, নেগোসিয়েশনের কার্ডে পরিণত হয়।