এই বই কেরিয়ার নিয়ে। তবে নতুন কোন স্কিল এটি শেখাবে না। বরং, আপনাকে আপনার কেরিয়ার নিয়ে ভাবতে সাহায্য করবে। ম্যাক্রো স্কেলে, অর্থাৎ দীর্ঘদিন পরে আপনি আপনার কেরিয়ারকে কেমন দেখতে চান, এ ব্যাপারে সাহায্য করতে পারে এই বই।
সাধারণত সেলফ-হেল্প বই থাকে ব্যাক্তির ভেতর কেন্দ্রিক বা বলা যায় অন্তর্মূখী। তারা বলে, ফলো ইওর প্যাশন। কারণ তাদের যুক্তি হলো, যদি ব্যক্তিটি তার প্যাশনের বাইরের কোন কিছু নিয়ে কাজ করে, তাহলে সে অখুশী হবে। কল্পনা করুন, ইন্সুরেন্স ব্রোকার হিসেবে কাজ করছেন লেখক ফ্র্যাঞ্জ কাফকা। কী অখুশী, নিরানন্দ একটা জীবনের চিত্র আমাদের সামনে ভেসে উঠে, এই ভেসে উঠার আরেক কারণ অবশ্য কাফকার লেখালেখির বিষন্নতা।
কিন্তু ফলো ইওর প্যাশনের যুক্তিটি কাজের নয়। বেশিরভাগ সময়েই মানুষ বুঝতে পারে না তার প্যাশন কী।
এই বইয়ের সারকথা চার ধাপে বর্ননা করা যায়।
১। আপনার প্যাশন ফলো করবেন না। কারণ এটি আপনাকে ভুল জবে টেলে দিবে এবং অতি আশায় ভারাক্রান্ত হয়ে উঠবেন আপনি। আপনার প্যাশনের কাজটি যখন জব হয়ে যাবে তখন সেটি আর আগের মত আনন্দদায়ক থাকবে না।
২। এতো সেরা হোন যাতে তারা ইগনোর করতে না পারে। এটাই বইয়ের সবচাইতে গুরুত্বের কথা। কমেডিয়ান স্টিভ মার্টিনের কাছ থেকে কথাটি ধার করেছেন লেখক। কোন রেয়ার স্কিল রপ্ত করুন, বা কোন স্কিলে সবচাইতে সেরা হয়ে উঠুন। তাহলে মানুষকে আসতেই হবে আপনার কাছে। রেয়ার ও মূল্যবান স্কিলে যারা সেরাদের সেরা তাদের জন্য সব সময় সুযোগ থাকে।
৩। প্রমোশন টার্ন ডাউন করুন। কোন কম্পানিতে দেখা গেল আপনি কোন কাজে সেরা। এর জন্য আপনার প্রমোশন হল। প্রমোশনে অনেক দায়িত্ব, নতুন কাজ। এতে আপনি যেই স্কিলে ভালো ঐটা থেকে ফোকাস সরে যেতে পারে। ধরা যাক আপনি গ্রোথ হ্যাকিং টিমের লিড হিসেবে সেরাদের সেরা। ম্যানেজ করতে পারেন ভালো গ্রোথ হ্যাকিং। এর জন্য কোম্পানি থেকে আপনাকে প্রমোশন দিয়ে মার্কেটিং টিমের এমপ্লয়ীদের মান্থলী ইভালুয়েশনের কাজও দেয়া হল। এক্ষেত্রে এই কাজ আপনার মূল কাজকে ব্যাহত করবে। তাই এই প্রমোশন আপনি নিবেন না। এর চাইতে নিজে যেটাতে সেরা সেখানে টাইম দিয়ে কাজ করুন। প্রমোশন পেয়ে ইভালুয়েশনের কাজের চাইতে বাকি সময়ে গ্রোথ হ্যাকিং নিয়ে ফ্রিল্যান্সিং, বা কনসালটেন্সি করাই আপনার জন্য বেটার হবে হয়ত।
৪। থিংক স্মল এক্ট বিগ। আপনি কোন স্কিলে সেরাদের সেরা হয়ে গেলে, ঐ মত কাজ আপনি করতে পারবেন। কিন্তু এখানে আপনাকে মনে রাখতে হবে আপনার কেরিয়ারের মূল লক্ষ্য কী। সেটা সামনে রেখেই নিজেকে ঐ স্কিলে আরো সেরা হিসেবে তৈরি করতে হবে। সবাই স্টার হতে চায়, কিন্তু এর জন্য কাজ করতে চায় না। কাজ করে ঐ পর্যায়ে যাওয়া লং জার্নি। সেটা মাথায় রেখেই আপনাকে কাজ করতে হবে। এবং এক সময় এই স্কিল ভাঙিয়েই আপনি টাকা, যশ, খ্যাতি, ইন্টারেস্টিং কাজ সব করে যাবেন।