এই গল্প শুনে মনে হয়েছিল যে, এই লোকের খাতায় লেখা জিনিসপাতি তার কাছে গুরুত্বপূর্ণ, কারণ সে অন্য একটা দিক থেকে এগুলি লিখে যাচ্ছে। অন্যদের কাছে গুরুত্ব নেই কারণ অন্যরা আরেকদিক থেকে দেখছে। যেমন এবস্ট্র্যাক্ট আর্টের ক্ষেত্রে হয়। এই ধরনের আর্ট শিল্পীর কাছে, বা যারা বুঝেন তাদের কাছে বিরাট অর্থবহ হলেও সাধারণ লোকের কাছে মিনিংলেস।
Continue reading...