বিবর্তনীয় সাইকোলজি

মঞ্চের পেছনে জিনঃ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে

আমরা যেভাবে জীবন যাপন করি, বিভিন্ন কাজ করি, সেসবের উপর আমাদের জিনের প্রভাব রয়েছে। জেনেটিক প্রবণতা রয়েছে আমাদের অহেতুক ঝুঁকি নেবার, ইনফিডেলিটির, মাদকাসক্তির বা বেশী খাবার। এইসব কাজ করতে তাই চেষ্টা করতে হয় না, এমনিতেই আমরা এদের প্রতি ঝুঁকে যাই। কেন এমন হয়, এটা নিয়েই আলোচনা করা হয়েছে এই লেখাটি। লেখাটি মিন জিনস বইটি নিয়ে।

Continue reading...
ফন্ট বড় করুন-+=