মানুষের কিছু সাইকোলজিক্যাল বায়াস

এই সাইকোলজিক্যাল বায়াসগুলার অনেকগুলাই হয়ত আপনার জানা। আমার নোটে এই লিস্ট করে রেখেছিলাম। এখানে প্রকাশ করলাম, কারো কাজে লাগতে পারে।

  • মানুষ কোন কিছু মিস করতে চায় না। কোন কিছু মিস করে গেলাম কি না এই উদ্বেগ তার মধ্যে কাজ করে। এই উদ্বেগ ও দুশ্চিন্তা থেকে সে সকল সময় নতুন তথ্য বা ট্রেন্ডের সাথে থাকতে চায়।
  • মানুষ অযৌক্তিক ভাবে অথরিটিকে বিশ্বাস করে। তাই দেখা যায়, টুথব্রাশের বিজ্ঞাপনে মডেল ডাক্তারের পোশাক পরে তথ্য দিচ্ছেন।
  • যে তথ্য সামনে আছে সেটা থেকেই সিদ্ধান্ত নেয়।
  • অন্য মানুষেরা এই জিনিশ করছে কেবলমাত্র এই কারণে ঐটা করে।
  • অদ্ভুত তথ্য মনে রাখতে পারে বেশি।
  • টাকা দেখতে না পারলে বেশি খরচ করে।
  • দুই পাশের জিনিশের চাইতে মাঝখানের জিনিশ বেশি পছন্দ করে।
  • যেকোন সময়ে কেবল নির্দিষ্ট কিছু জিনিশেই তার মনোযোগ দিতে পারে।
  • কোন জিনিশ পছন্দ করে ফেললে সেই জিনিশ সম্পর্কে তার ধারণা ভাল হয়ে যায়।
  • প্রতিযোগিতা করার একটা গভীর বাসনা তাঁদের মধ্যে থাকে।
  • নিজের বিশ্বাস ও ভ্যালুর পক্ষে যাওয়া তথ্য কেবল দেখতে পায়। [ কনফার্মেশন বায়াস]
  • সাধারণ পার্সোনালিটি ডেসক্রিপশন বা কোন ফালতু ভবিষ্যতবাণী নিজের সাথে মিলিয়ে বিশ্বাস করে ফেলে।
  • নিজেকে কেন্দ্রে রেখে চিন্তা করে।
  • মনে করে সে যা জানে, অন্যরাও তা জানে। [কার্স অব নলেজ]
  • ডিফল্ট যা আছে, সেভাবেই থাকতে চায়, পরিবর্তন পছন্দ করে না।
  • অনেক সিদ্ধান্ত নিতে থাকলে তাদের সিদ্ধান্তের মান কমতে থাকে।
  • তাদের কোন কিছু একবার চোখে পড়লে, যেন বার বার চোখে পড়তে থাকে।
  • ঘটনা ঘটে যাবার পরে মনে করতে থাকে এমন ঘটত তা সে “জানতো”।
  • যত বেশি লক্ষ্যের কাছে যায়, তত বেশি মোটিভেট হয়।
  • যে জিনিশ তারা তৈরি করেছে ওই জিনিশকে বেশি ভ্যালু দেয়।