ফিফটিন মিলিয়ন মেরিটস ও অ্যাকিউজড

অ্যাকিউজড ফিল্ম নিয়ে এক বন্ধুর সাথে কথাবার্তা হচ্ছিল। 

বন্ধুটি আমাকে জিজ্ঞেস করলেন, এটা জোডি ফস্টারের ফিল্ম কি না। আমি বললাম হ্যাঁ, এটাই। দেখছেন নাকি?  তিনি বললেন, না, তবে সীনটা দেখছি। পুরা সেই। আমারে অমুক দিয়েছিল। তারে দিয়েছিল তমুক।

অর্থাৎ, অ্যাকিউজড ফিল্মের রেইপ দৃশ্যখানা তারা দেখেছেন। এই দৃশ্য খুবই জনপ্রিয় হয়েছে , এবং ফিল্মের চাইতেও বেশি। অনেক অনেক বেশি মনে হয়। ফলে, যাদের রেইপ ফ্যান্টাসি আছে তারা তা দেখে মজা নিয়েছেন।

কিন্তু মুভিটি ছিল রেইপের বিরুদ্ধে একটি বলিষ্ঠ মুভি। আয়রনি, তার একটি অংশই রেইপ ফ্যান্টাসিওয়ালাদের বিনোদন বস্তু হয়ে উঠল। রেইপ ফ্যান্টাসিওয়ালা বলতে বুঝাচ্ছি যেসব পুরুষের মহিলাকে রেইপ করার ফ্যান্টাসি আছে তাদের। এটা পরিষ্কার করতে হলো কারণ রেইপ ফ্যান্টাসি বলতে, যেসব মহিলাদের রেইপ হবার ফ্যান্টাসি আছে বা যেসব পুরুষের মহিলাদের দ্বারা রেইপ হবার ফ্যান্টাসি আছে তাদেরও বুঝায়। কিন্তু আমি এখানে শেষের দুই দলকে বুঝাচ্ছি না।

এখানে বলা যায় নেটফ্লিক্স সিরিজ  ব্ল্যাক মিরর সিরিজ সিজন ওয়ানের ফিফটিন মিলিয়ন মেরিটস পর্বের কথা। সেখানে দেখানো হইছিল এক ডিস্টোপিয়ান সাই ফাই জগৎ। মানুষ থাকে ছোট ছোট সেলে। তারা এক্সারসাইজ বাইকে সাইকেল চালায় আর এর ফলে পয়েন্ট জমা হয়। এই পয়েন্ট ব্যয় করেই তারা চলে। তাদের সামনের স্ক্রিনে নানা বিরক্তিকর  বিজ্ঞাপন ভেসে ওঠে। এগুলা স্কিপ করতেও পয়েন্ট লাগে।

নায়ক বিং এর বারো মিলিয়ন পয়েন্ট ছিল তার মৃত ভাইয়ের কাছ থেকে পাওয়া। সে একদিন টয়লেটে শুনল আবি খান নামের এক মেয়ের গান। শুনে তার ভালো লাগল, মেয়েকেও তার ভালো লাগে। সে আবি খানকে বলল, তুমি হটশটে গিয়া গানের প্রতিযোগিতায় যাইতে পারো।

এই প্রতিযোগিতায় ভালো করে কেউ এই এক্সারসাইজ সাইকেল চালানোর জীবন থেকে মুক্ত জীবনে যেতে পারত।

আবি না করল। কারণ তার কাছে টিকেটের পয়েন্ট নাই। আমাদের নায়ক বিং বললেন সমস্যা নাই। বিং নিজের পনের মিলিয়ন পয়েন্ট দিয়ে কিনে আবি খানরে দিল টিকেট গিফট।

আবি গেল গান গাইতে। বিচারকেরা তার গান শুনলেন। শুনে তারা বললেন, এই এভাব এভারেজ গায়কির জন্য কোনো জায়গা নাই। এর চাইতে তুমি পর্ন ফিল্মের নাইকা হইতে পারো। দেখতে শুনতে তো ঠিক আছো। তোমার পোশাক খুলো তো দেখি।  

আবি প্রথমে না করে। সে মানতে চায় না। পরে বিচারকেরা নানা কথায় তারে বুঝায়। 

দর্শকেরা একসাথে তারে চিৎকার দিয়ে তাকে  রাজি হতে বলতে থাকে আর তখন আবি তার মত বদলায় এবং সে যেতে রাজি হয় পর্ন ইন্ডাস্ট্রিতে। এইটা দেখে আমাদের নায়কের অবস্থা কাহিল। সে বড় দুঃখ পায়, দুঃখ পাবারই কথা। বাংলা ব্যান্ডের জগতে একজন প্রতিভাবান শিল্পী হাসান, তার একটা গান ছিল এমন

সানাইয়ের সুর নিয়ে যাবে দূর

একটু একটু করে তোমায়

আজকে রাতেই তুমি অন্যের হবে

ভাবতেই জলে চোখ ভিজে যায়

এত কষ্ট কেন ভালবাসায়…

প্রেমিকার বিয়া হল যেদিন, সেই রাতেই প্রেমিক দুঃখের সাথে এই গান গাইতেছেন। প্রেমিকার অন্যের সাথে বিয়া হলেই প্রেমিকের যেখানে  দারুণ কষ্ট, সেখানে প্রেমিকা পর্ন অভিনেত্রী হলে তো দুঃখ আরো বেশি হবে। সে বেশি দুঃখ দেখা যায় নায়ক বিং এর আচরনে। 

বিং তখন তার সেলে। সেলের স্ক্রিনে তার প্রেমিকার ঐসব অভিনয়ের বিজ্ঞাপন আসে, এবং এখন বিং এর কাছে পয়েন্টও নাই। ফলে সে বিজ্ঞাপন স্কিপ করতে পারে না। রাগে দুঃখে অভিমানে সে স্ক্রিন ভাঙতে যায়। এবং কিল ঘুষি মারতে মারতে একটু ভেঙে ফেলে। 

সে দেখে একটা চাকু সাইজের কাচের টুকরা পড়ছে ভেঙে। এটা দেখে তার মাথায় বুদ্ধি আসে। সে এটা নিজের কাছে রাখে।

সে আবার এক্সারসাইজ সাইকেল চালাতে থাকে। এবার সে বেশি পরিশ্রম করে পয়েন্ট জমায়। জমাতে জমাতে আবার একটি হটশট টিকেট মূল্যমানের সমান পরিমাণ টাকা করে ফেলে। সে টিকেট কিনে। তার চাকু সাইজের কাচ লুকিয়ে সাথে নিয়া যায় পারফরমেন্স দেখাতে। সে একটা অদ্ভুত নাচ নাচে। এবং হঠাৎই কাচ বার করে নিজের গলায় ধরে আর বলে, শো বন্ধ করলে আমি এইটা গলায় দিয়া নগদে সুইসাইড করব। আমার কথা তোমাদের শুনতে হবে। আমারে কথা বলতে দিতে হবে।

বিচারকেরা শেষমেশ রাজি হয়।

বিং তার প্রতিবাদী ভাষণ দেয়। সে বলে সিস্টেম কীভাবে দাস বানিয়ে রাখছে, মানুষগুলা কীভাবে খারাপ হয়ে উঠছে, এর থেকে মুক্তি দরকার ইত্যাদি। 

তার ভাষণ শুনে বিচারকদের শরমিন্দা হবার কথা ছিল। কিন্তু এক বিচারক ধূর্ত, সে বলে, আরে এইটা ত দারুণ পারফরমেন্স! এমন আর কেউ হটশটে দেখাইছে কি? ইত্যাদি নানা প্রশংসা কইরা বলে এসবেরও দরকার আছে। 

বিচারক বিংরে অফার দেয় একটা নিজের চ্যানেলের, যেখানে বিং একটা শো করবে, গলায় চাকু ধইরা প্রচলিত সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদী ভাষণ হবে এর কন্টেন্ট। এবং বিং, যে প্রচলিত সিস্টেমের বিরুদ্ধে আসলেই প্রতিবাদ জানাতে আসছিল, সে লোভে পড়ে যায় ও অফার গ্রহণ করে।

পরে দেখানো হয় যে বিং তার শো’তে গলায় কাচের টুকরা ধরে প্রতিবাদী মুখভঙ্গিতে সিস্টেমের বিরুদ্ধে কথা বলে। এরপর কাচটারে একটা বাক্সে রাখে। এবং দেখা যায় সে একটি সেলে আছে যা তার আগের সেল থেকে একটু বড়। বিং এর সত্যিকার প্রতিবাদ এইভাবে বিনোদনের বস্তুতে পরিণত হয়ে উঠে সিস্টেমের প্রলোভনে।

অ্যাকিউজড ফিল্মের রেইপ সিনের রেইপ ফ্যান্টাসি বিনোদন বস্তু হিসেবে ছড়িয়ে যাওয়া ফিফটিন মিলিয়ন মেরিটস এর বিং এর প্রতিবাদের বিনোদন হয়ে যাবার মতোই প্রায়। তবে পার্থক্যও আছে। যেমন বিং এর সিদ্ধান্ত ছিল তার নিজের নেয়া। কিন্তু অ্যাকিউজড এর ক্ষেত্রে ঐ রেইপ সিন ছড়িয়ে দেন নাই তার স্রষ্টারা। মূলত, আমি এখানে মাধ্যমটার ব্যাপারে বলতে চাই। যে ডিজিটাল মাধ্যম তার ব্যর্থতা এটা যে ভিডিওটাকে এডিট করা যায়, তারে কাটা যায়, এবং কেটে এক অংশ আলাদা করে পুরা বস্তু যে জিনিসের বিরুদ্ধে ঐ জিনিসের বিনোদনেই তারে ব্যবহার করা যায়।

আমি রেইপ ফ্যান্টাসি যাদের আছে তাদের সবাইরে দোষ দিচ্ছি না বা বলছি না তাদের ফ্যান্টাসি খারাপ বা ভালো; কারো প্রাইভেট চিন্তাসুখে নৈতিক আপত্তি দান আমার এখতিয়ারের বাইরেরই বিষয়। এদের সবাই অবশ্যই রেইপ করার মানসিকতা কখনোই রাখেন না, এবং হয়ত রেইপের বিরুদ্ধে বাস্তবে। কিন্তু এটা অবশ্যই বলা যায় যে, বাস্তব লাইফের রেইপিস্ট প্রথমত একজন রেইপ ফ্যান্টাসিওয়ালা লোক।

শুধু রেইপ বা ধর্ষণের ক্ষেত্রে না, অন্য যেকোন সহিংসতার ভিডিওর বা গ্রাফিক্যাল উপস্থাপনের ক্ষেত্রেও এটা সত্য।