কীভাবে বুলশিট ধরবেন [টেম্পলেট সহ]

সামাজিক মাধ্যম, এবং এই ইনফরমেশন এইজের প্রারম্ভে আপনারে প্রচুর বুলশিটের সামনে পড়তে হচ্ছে প্রতিদিন। আগে এক পোস্টে বলছিলাম, এই সময়ে অন্যতম বিগ স্কিল হল বুলশিট চিনতে পারার ক্ষমতা। এই লেখায় বুলশিট কী, কীভাবে চিনবেন, বুলশিটে কী কী প্রতিক্রিয়া হয়, এবং বাঁচার উপায় আছে। এই ফ্রেম ওয়ার্ক কনফ্রন্টিং ইন্ডিফারেন্স টোয়ার্ড ট্রুথঃ ডিলিং উইথ ওয়ার্কপ্লেস বুলশিট নামক পেপার থেকে নিয়ে নির্মিত।

প্রথম অংশ> বুলশিট কী?

বুলশিট ডাহা মিথ্যা না। এইজন্য তা ধরা কঠিন। বুলশিটে এক বা একাধিক এজেন্ডা থাকে, সেই এজেন্ডা/উদ্দেশ্য চরিতার্থ করতেই বক্তব্য উপস্থাপিত হয়। বক্তব্যের সত্যতা বা এর কোন সত্য গ্রাউন্ড থাকে না।

বুলশিট প্রায়ই হয় বিশ্বাসযোগ্য উপস্থাপন। এমনভাবে উপস্থাপিত হয় যেন তা ক্রেডিবল বা, উপকারী।

দ্বিতীয় অংশ> বুলশিট চেনার উপায় কী?

বুলশিট বিষয়ে সদা সতর্ক থাকা।

মার্কাস ঔরেলিয়াস যেমন বলেছিলেন, ঘুম থেকে উঠে মনে করতে হবে আজ অ্যাম্বার সাথে অকৃতজ্ঞ, স্টুপিড ইত্যাদি লোকের দেখা হবে, তেমনি বুলশিট যে সামনে আসবে, এ ব্যাপারে স্পষ্ট থাকতে হবে।

বুলশিট হবে ধোঁয়াশাময়। এতে ভাষার বিভিন্ন ধাঁধা, জারগণ, ভুল লজিক ইত্যাদি থাকবে।

সবাই যে জেনে বুলশিটিং করে এমন না, অনেকে না জেনে করে।

তৃতীয় অংশ> বুলশিটে কী কী প্রতিক্রিয়া সম্ভব?

বুলশিট সামনে পড়লে আপনার কী কী করার অপশন থাকে।

১। বুলশিট উপেক্ষা করা।

২। বুলশিটকে বুলশিট বলা।

৩। বুলশিটকে বিশ্বাস করা ও প্রচার করা। (লাইক শেয়ার)।

৪। এইরকম বুলশিট যাতে সামনে না পড়ে যে ব্যবস্থা করা। (ব্লক, আনফলো)।

চতুর্থ অংশ> বুলশিট প্রতিরোধ বা বুলশিট থেকে বাঁচার উপায় কী?

বিশেষত, কীভাবে একটা সিস্টেমকে কীভাবে বুলশিট মুক্ত করা যায়।

বুলশিট থেকে বাঁচতে হলে ক্রিটিক্যাল থিংকিংকে গুরুত্ব দিতে হবে। যা বলা হচ্ছে, তা লজিক্যালি ও নিরপেক্ষ ভাবে বিচার করতে হবে। সিস্টেমের ক্ষেত্রে, সবাইকে ক্রিটিক্যাল থিংকিং এ উৎসাহিত করতে হবে।

সবার মতামতকে সমান হিসেবে দেখা যাবে না। এই গণতান্ত্রিক সাম্যবাদ এখানে নাই। যে জায়গায় বিশেষজ্ঞ, তার মতামত গুরুত্ব পাবে।

জারগণ, ভাষার চালাকি এড়িয়ে চলতে হবে।

অকারণ মিটিং, অকারণ কমিটি ইত্যাদি এড়িয়ে চলতে হবে।

ফেসবুকে বুলশিট ধরার ট্রেইনিং >

ফেসবুক এক বিরাট ল্যাবরেটরি মানব আচরণ পর্যবেক্ষনের জন্য। আপনি চাইলে ফেসবুক ব্যবহার করে নিজের বুলশিট ধরার ক্ষমতা বাড়াতে পারেন। এইজন্য আমি একটা টেম্পলেট বানিয়েছি, যা ব্যবহার করতে পারবেন।

এর একটা স্ক্রিনশট নিম্নরূপ, এটা যেমন বুলশিট বুঝার, তেমনি আত্ম বিশ্লেষণেরও। নিজে কীভাবে ভাবতেন, চিন্তায় ভুল কী ছিল, তা পর্যালোচনার।

টেম্পলেট লিংক, ডুপ্লিকেট করতে পারবেন, একেকটা ইস্যুর জন্য একেক কপি।