মুরাদুল ইসলাম » ব্লগ » জীবন, শিক্ষা ও সুখ বিষয়ে চার্লি মাঙ্গারের উপদেশাবলী

জীবন, শিক্ষা ও সুখ বিষয়ে চার্লি মাঙ্গারের উপদেশাবলী

চার্লি মাঙ্গারের বিভিন্ন জায়গায় বলা কথাগুলির একটা সংকলনমূলক বই টাও অব চার্লি মাঙ্গার। এই বইটি থেকে তার কিছু কথা এখানে বাংলা করে দেয়া হলো।

 

 

এক পা এক পা করে

 

প্রতিদিন ঘুম থেকে উঠার সময় যা ছিলেন তার চাইতে সামান্য একটু বেশি প্রজ্ঞাবান হওয়ার চেষ্টা করবেন। আপনার যেই দায়িত্বগুলো আছে সেগুলা বিশ্বস্তভাবে ও ভালোভাবে পালন করবেন। এক ইঞ্চি করে বাড়বেন, দিন দিন প্রতিদিন। তাহলে একসময়, আপনি যদি যথেষ্ট আয়ু পান- দেখবেন যে বেশিরভাগ লোকই যার যোগ্য সেই জিনিসটা পায়।

 

চার্লি মাঙ্গার যখন আইন পেশায় ছিলেন তখন তিনি দিনে এক ঘন্টা সময় দিয়ে স্টক ইনভেস্টিং, রিয়াল এস্টেট ডেভলাপমেন্ট ইত্যাদি সেলফ-এডুকেশনের মাধ্যমে শিখতেন। এইভাবে আস্তে আস্তে অনেক বছর গেল। অনেক গুরুত্বপূর্ন ইনসাইট তিনি অর্জন করলেন বিভিন্ন ফিল্ডের জ্ঞান মিলিয়ে নিয়ে।

 

সবজান্তা থেকে সাবধান

যারা কোন বিষয়ে না জানা স্বত্ত্বেও আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয় আমি তাদের এড়িয়ে চলি।

 

বোকামি স্বীকার

আমি পছন্দ করি যেসব মানুষ তাদের করা ভুল স্বীকার করে, যে তারা পুরো গর্দভ ছিল। আমি জানি আমার ভুলে নাক ঘষলেই আমি আরো ভালো করতে পারব। এটা শেখার জন্য একটা ওয়ান্ডারফুল ট্রিক।

 

 

কাজ না করার মন্ত্র

এটা হলো আমার জীবনের অভিজ্ঞতা, আপনি যদি খালি পড়তে থাকেন ও চিন্তা করতে থাকেন, তাহলে আপনাকে কাজ করতে হবে না।

 

সফলতা সম্পর্কে

আমি এমন কোন কাজে বেশি সফল হই নি যাতে আমার আগ্রহ ছিল না। আমার মনে হয় আপনি যদি কোন বিষয়ে আগ্রহ না পান তাহলে এতে সফল হতে পারবেন না, আপনি বেশ বুদ্ধিমান হলেও না।

 

 

আইডিয়া ধ্বংস করা

আমরা সবাই আইডিয়া শিখছি, পরিবর্তন করছি এবং ধ্বংস করছি সব সময়। ঠিক সময়ে খুব দ্রুত আইডিয়া ধ্বংস করতে পারার সবচাইতে বড় ক্ষমতার একটি, যা আপনি অর্জন করতে পারেন। আপনার উচিত হবে নিজেকে বাধ্য করা অন্য পক্ষের যুক্তি কী তা শুনতে।

 

লার্নিং মেশিন

ওয়ারেন (বাফেট) হচ্ছে এ পৃথিবীর সবচাইতে সেরা লার্নিং মেশিনের একটি। তার বয়স ৬৫ হবার পর থেকে তার ইনভেস্টমেন্ট দক্ষতা বহুগুণে বেড়ে গেছে। সে যদি আগে কোন এক সময়ে অনেক শেখা হয়েছে ভেবে শেখা থামিয়ে দিত তাহলে এটি কখনোই হতো না। আর আমরা এখন তার যে সাফল্য দেখছি তখন সেটি হতো এর চাইতে বহু বহু গুণ কম, এক ছোট বিন্দু পরিমাণ বর্তমানের তুলনায়।

 

প্রজ্ঞার গোপন মন্ত্র

এই প্রজন্মের দিকে দেখুন, এদের অত্যাধুনিক ডিভাইস আছে, এরা মাল্টিটাস্কিং করে, কিন্তু আমি দ্বিধা ছাড়াই বলতে পারি এরা ওয়ারেনের চাইতে কম সফল হবে, যে ওয়ারেন তার ফোকাস দিয়েছিল কেবল পড়ায়। আপনি প্রজ্ঞা অর্জন করতে চাইলে, বসে পড়ুন ও পড়ুন। এভাবেই সেটি আসে।।

 

অপ্রশস্ত চিন্তা

অধিকাংশ মানুষ এক ফিল্ডে ট্রেইনিং নেয়। যেমন, উদাহরণ হিসেবে বলা যাক অর্থনীতির কথা। এরপরে তারা এই এক জিনিস দিয়েই, একদিকে দেখে দুনিয়ার সমস্যা সমাধান করতে চায়। এ যেন ম্যান উইথ হ্যামার, যার কাছে সব সমস্যাই হলো নেইল। এটা সমস্যা সমাধানের খুবই গর্দভী পন্থা।

 

বিয়ে সম্পর্কে উপদেশ

বিয়ের ক্ষেত্রে ভালো চরিত্র বা ভালো চেহারার কাউকে খুঁজবে না। খুঁজবে এমন কেউ যার আশা (এক্সপেক্টেশন) কম।

 

যৌক্তিক হওয়া সম্পর্কে

যৌক্তিক হওয়া আপনার নৈতিক দায়িত্ব। যতটুকু হওয়া প্রয়োজন তার চাইতে বেশি বোকা আপনি কখনো যেন না হোন।

 

মাঙ্গার এখানে দার্শনিক কান্টের মত বললেন। কান্ট মনে করতেন যুক্তিই সমস্ত নৈতিকতার শুরু। যুক্তি এখানে আবেগের কাছে পরাস্থ না হওয়া এবং বুদ্ধি ও বিচারকে ব্যবহার করে সিদ্ধান্ত নেয়া।

 

 

পরিশ্রম

কোরিয়া যখন অটো বিজনেসে এলো তখন তাদের কিছুই ছিল না এখানে। তারা সপ্তাহে অভারটাইম ছাড়া ৮৪ ঘন্টা করে কাজ করেছে এক দশকের বেশি সময় ধরে। একইসময়ে প্রতিটি কোরিয়ান ছাত্র গ্র্যাড স্কুল থেকে এসে টিউটরের সাথে চার ঘন্টা করে কাজ করত বিকেলে ও সন্ধ্যায়, তাদের বাঘের মত মায়েদের উৎসাহে। এরকম লোকদের কাছে হারলে  আপনাদের অবাক লাগে? তাহলে আপনারা আপাদমস্তক ইডিওট।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

×
গুরুত্বপূর্ণ
Scroll to Top
বই মডেলিং