আত্মরক্ষার অধিকারের হিসাবে তো অবশ্যই পারবে। কারণ অন্য যে পাঁচজন ট্রেইনের নিচে পড়ছে তার জন্য এই মোটা ব্যক্তি দায়ী নয়। সে বসে বসে বাদাম খাচ্ছে আর পাভ জি খেলছে। এই অবস্থায় একজন লিভার টেনে তাকে ট্রেইনের সামনে ফেলে দিচ্ছে সে দেখতে পেল। এখন সে তো আত্মরক্ষার চেষ্টা করতেই পারে, নাকি?
Continue reading...