দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের এশিয়া দখলের সময় কম্ফোর্ট উইমেন নাম দিয়ে তারা ধর্ষণ করেছিল। ১৯৩০ এর শেষের দিক হতে, চীন যখন আক্রমণ করেছিল জাপান তখন ধর্ষণ এবং জোরপূর্বক পতিতাবৃত্তিতে নামানো ছিল সে আগ্রাসনের একটা অংশ। নানজিং এ ১৯৩৭ সালেই প্রায় ২০,০০০ নারীকে ধর্ষণ করা হয়। প্রায় ৫০,০০০ থেকে ২০০,০০০ মূলত কোরিয়ান, চাইনিজ, তাইওয়ানিজ, ফিলিপিনো নারীদের জোরপূর্বক যৌনদাসত্বে বাধ্য করেছিল জাপানিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এবং এর পূর্বে। এদের নাম দিয়েছিল তারা ইয়ানফু বা কম্ফোর্ট উইমেন।
Continue reading...ধর্ষণ
ফ্লার্ফ পয়েট্রিঃ সাধারণের ভেতর থেকে কবিতা নির্মান
একরকম কবিতা হতে পারে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর সমাজের প্রেক্ষাপটে, যেখানে কবি সাধারণ বিভিন্ন লেখার ভেতর থেকে কবিতা তুলে আনবেন। এখানে কবির ক্রিয়েটিভিটি তুলে আনাই। ফলে কপিরাইটের ব্যাপারও সেভাবে থাকবে না এখানে। কিন্তু কবিতা হবে।
Continue reading...