কোন সুন্দর প্রাকৃতিক দৃশ্যযুক্ত জায়গায় গিয়ে অতি ছবি তোলাও প্যাসিভিটি। এখানে মূল চোখ উপভোগ না করে উপভোগ করে ক্যামেরা, এবং মূল মস্তিষ্কের বদলে ক্যামেরা দৃশ্য রেকর্ড রাখে। সাইকোলজির সাম্প্রতিক রিসার্চ বলছে, এটি পরীক্ষাতেও প্রমাণিত যে, যখন কোন দৃশ্যের ছবি তোলা হয় তখন তা কম মনে থাকে।
Continue reading...