সবচাইতে ওয়ান্ডারফুল একজন থিংকার জ্যারেড ডায়মন্ড। গান জার্মস এন্ড স্টিল তার বিখ্যাত বই। এই লোক যখন কীভাবে ধনী হতে হয় তা নিয়ে লেকচার দেন, তখন বিষয়টা ইন্টারেস্টিং হবে তা আগে থেকেই বলে দেয়া যায়। জ্যারেড ডায়মন্ডের চিন্তা প্রক্রিয়া হলো মাল্টি-ডিসিপ্লিনারি। তিনি ইতিহাস-জিয়োগ্রাফি-বায়োলজি-বিবর্তনীয় সাইকোলজি সহ নানা বিষয় এক করে চিন্তা করেন, তার মত করে উপস্থাপন করেন। মাল্টি ডিসিপ্লিনারি চিন্তা আমার পছন্দ। তাই জ্যারেড ডায়মন্ডও পছন্দ।
Continue reading...