দ্বিতীয় কথা হচ্ছে, যাদের ব্যাকগ্রাউন্ড ভালো তারা আবার ড্রপ আউট, মানে ঐ জায়গা তার ভালো লাগে নাই। ফলে তারা যে একটা ভালো কেরিয়ার বাইছা নিবে এই সুযোগ ছিল না। ফলে সামগ্রিকভাবে যা হইছে, তারা বলতে চাইছে তোমার মানি মেইক করতে হইলে নীতি নৈতিকতা সব বিসর্জন দিতে হবে। কিন্তু এটা তো রং। মানি মেইক করা মানে তোমার অন্ন বস্ত্রের সংস্থান করা। মানি জেনারেট মানে ইন্ড্রাস্ট্রিয়ালিস্ট হয়ে গেছি। আমরা ঐ হয় ইন্ড্রাস্টিয়ালিস্ট বা পথে পথে ঘুরতেছি এই শ্রেণীই বুঝি। কিন্তু এর মাঝে যে অনেক লেয়ার আছে, চাকরিজীবী হতে পারে, ছোট উদ্যোক্তা হতে পারে, বা প্রকাশক হতে পারে, এইসব আমাদের বোধগম্য হয় না। আমি সব সময় বলি, তোমার লেভেল অব এক্সেলেন্সি বাড়াতে হলে দুইটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে। এক ইকোনমিক্স সম্পর্কে তোমার ফ্যান্টাস্টিক একটা ধারনা থাকতে হবে, দুই মানুষের শরীর সম্পর্কে তোমার ক্লিয়ার নলেজ থাকতে হবে। এই দুই জিনিস সম্পর্কে যদি তোমার কোন প্রেজুডিস থাকে, ডিপ নলেজ না থাকে, তাহলে তুমি কোন ডিফরেন্স ক্রিয়েট করতে পারবা না।
Continue reading...