আজ এই পবিত্র এবং বড় দিনে এক বড় বিষয় নিয়া লেখি।
যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা বিখ্যাত কারভাজিওর আঁকা, দ্য ডেনায়াল অব সেইন্ট পিটার, বাংলায়, সেইন্ট পিটারের অস্বীকার।
যীশুরে যখন গ্রেফতার করা হইল তখন তার সঙ্গীদের একেকজন একেকদিকে চলে গেলেন। কেবল সেইন্ট পিটার এবং আরেকজন সঙ্গী গোপনে দূরে থেকে অনুসরণ করতে লাগলেন। হাই প্রিস্টের বিচারশালাতেও তারা পৌঁছে গেলেন অনুসরণ করে।
পুলিশ এবং হাই প্রিস্টের চাকর বাকরেরা নিজেদের উষ্ণ রাখতে আগুন জ্বালাইছিল। সকলে আগুন পুহাইতেহিল ওই জায়গায়। সেইন্ট পিটার তাদের সাথে যোগ দিলেন।
ভেতরে যিশুর উপর অত্যাচার চলছে।
একসময়, একজন দাসী পিটারকে দেখে বলল, আরে, এই লোক তো নাজারাথের যিশুর সাথে ছিল! তুমি তাদের একজন।
পিটার বললেন, না। আমি তারে চিনি না।
তিনি অন্যদিকে সরে গেলেন। তখন মোরগ প্রথমবার ডাকলো।
পিটার আবার পড়লেন দাসীর সামনে। এইবার সে চিৎকার করে বলতে লাগলো, আমি নিশ্চিত এই লোক ওদেরই একজন।
পিটার বললেন, না। আমি তারে চিনি না।
একটু পরে, ওইখানে উপস্থিত লোকজন পিটারকে বলল, নিশ্চিত তুমি ওদের একজন, তুমি গ্যালিলিয়ান।
পিটার তখন শপথ করে বললেন, আমি ওই লোকরে চিনি না যার কথা বলতেছো তোমরা।
তখন মোরগ দ্বিতীয়বারের মত ডেকে উঠলো।
পিটার মোরগের ডাক শুনে কান্নায় ভেঙ্গে পড়লেন। কারণ যীশু তাকে বলেছিলেন, মোরগ দুইবার ডেকে উঠার আগেই তুমি আজ রাতে আমারে তিনবার অস্বীকার করে ফেলবা।
পিটারের এই অস্বীকারের একটা মিমেটিক দিক আছে। তিনি সব ছেড়ে যীশুর সাথে যোগ দিছিলেন। যীশু বন্দি হবার পরে তার সঙ্গীদের অনেকের বিশ্বাস টলে যায়, পিটারের কোন অবলম্বনই আর থাকে না।
তিনি আগুন পুহাইতে গেলেন হাই প্রিস্টের লোকদের সাথে। আগুন তারে মীমেটিক্যালি আকর্ষিত করলো। কিন্তু, আগুন কেবল আগুন না, আগুন কম্যুনিটি তৈরি করে। তাই দাসী চিনতে পারছিল, এই লোক আমাদের কেউ না। আমরা এই আগুন যারা শেয়ার করতেছি, আমরা সকলে হাই প্রিস্টের অনুসারী, আমাদের কম্যুনিটি এইটা, এই লোক বহিরাগত।
সে তার আপত্তি জানায়।
পিটার সরে যান, কিন্তু লুকাইতেও চান নাই। কারণ তার মিমেটিক আকর্ষন।
তারে আবার দাসী দেখতে পায়, এবং প্রতিবাদ করে। তিনি আবার অস্বীকার করেন। এরপর পাশের লোকজন টের পেয়ে যায়। কারণ তিনি যতোই অনুকরণ করার চেষ্টা করছিলেন, ততই প্রকাশিত হয়ে যাচ্ছিল তিনি বহিরাগত। এইজন্য তারা সরাসরি বলে, তুমি তো গ্যালিলিয়ান।
পিটারের এই যীশুরে অস্বীকার, তার নিজেরে অস্বীকারই হয়ে দাঁড়ায়, কিন্তু ব্যর্থ ভাবে, কারণ ততই প্রকাশিত হয়ে উঠে, তিনি ওই দলের কেউ না, বহিরাগত। এই মিমেটিক টেনশন ও প্রতিদ্বন্ধীতা এই ছবির ও গল্পের বিষয়।
২৫ ডিসেম্বর, ২০২৩